‘অর্থনৈতিক শুমারি ২০২৩’ প্রকল্পের জনবল নির্বাচন কমিটির সভার কার্য বিবরণী :
সভাপতি |
: |
মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাহী অফিসার, তাড়াশ, সিরাজগঞ্জ। |
স্থান |
: |
উপজেলা পরিষদ সভাকক্ষ, তাড়াশ, সিরাজগঞ্জ। |
তারিখ |
: |
১৭/০১/২০২৪ খ্রি.। |
সময় |
: |
সকাল ১১.০০ ঘটিকা। |
সভায় উপস্থিত সদস্যদের তালিকা পরিশিষ্ট-ক এ দ্রষ্টব্য।
সভাপতি মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। অতপর, সভাপতির অনুমতিক্রমে সদস্য সচিব সভায় অবহিত করেন যে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের উন্নয়ন ও জনকল্যাণে আধুনিক পদ্ধতিতে সঠিক, নির্ভুল ও সময়োপযোগী পরিসংখ্যান প্রণয়ন ও সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার অভিপ্রায়ে ‘অর্থনৈতিক শুমারি ২০২৩’ প্রকল্পের মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে চলেছে। উক্ত কার্যক্রম পরিচালনার জন্য জনবল নির্বাচন করা আবশ্যক। কমিটির সভায় উপস্থিত সদস্যবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনান্তে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয় :
আলোচনা |
সিদ্ধান্ত |
বাস্তবায়ন |
১। ‘অর্থনৈতিক শুমারি ২০২৩’ প্রকল্পের মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনার জন্য ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর জনবল প্যানেল থেকে সর্বোত্তম তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার থেকে প্রতিটি মৌজার প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। |
১। প্রকল্প দপ্তর থেকে প্রেরিত তালিকার সর্বোত্তম তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারের মধ্য থেকে প্রতিটি মৌজার প্রয়োজনীয় সংখ্যক তালিকাকারী, তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নির্বাচন করতে হবে। |
জনবল নির্বাচন কমিটি। |
২। একই মৌজার সমান যোগ্যতার একাধিক প্রার্থী থাকলে সেক্ষেত্রে লটারির মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। |
২। সমান যোগ্যতার একাধিক প্রার্থীদের লটারির মাধ্যমে নির্বাচন করতে হবে। |
জনবল নিয়োগ কমিটি।
|
৩। প্রকল্প দপ্তর থেকে প্রেরিত জনবলের চাহিদা মোতাবেক নিয়োগ তালিকা প্রস্তুত করা এবং পরবর্তী প্রয়োজনের ক্ষেত্রে অপেক্ষমান তালিকা তৈরির বিষয়ে আলোচনা হয়। |
৩। জনবলের চাহিদা মোতাবেক জনবলের তালিকা প্রস্তুত করা এবং পরবর্তী প্রয়োজনের ক্ষেত্রে অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। |
জনবল নিয়োগ কমিটি। |
পরিশেষে, জনবল নির্বাচন কাজে সার্বিক সহযোগিতা প্রদানের অনুরোধ জানিয়ে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
|
(স্বাক্ষরিত)
মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি জনবল নিয়োগ কমিটি ‘অর্থনৈতিক শুমারি ২০২৩’ প্রকল্প বিবিএস। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস